শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে লিগ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে বাংলাদেশ হকি ফেডারেশন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘রোববার (১৫ জানুয়ারি) থেকে ২৬তম জাতীয় যুব হকির এই নক আউট প্রতিযোগিতা শুরু হবে।
গেল আসরের রানার্সআপ ঢাকা জেলা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড় জেলার। ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমি-ফাইনালে খেলবে। আগামী ৪ ফেব্রুয়ারি দুটি সেমি-ফাইনাল; ফাইনাল ৬ ফেব্রুয়ারি।
যুব হকিতে সর্বোচ্চ ১২বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি