ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে জাতীয় যুব হকি লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শুরু হচ্ছে জাতীয় যুব হকি লিগ শুরু হচ্ছে জাতীয় যুব হকি লিগ/ছবি: সংগৃহীত

রোববার (১৫ জানুয়ারি) থেকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াচ্ছে অগ্রনী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা। বিগত বছরগুলোতে জাতীয় যুব হকি প্রতিযোগিতায় ৩৬টি দল অংশ নিলেও এবার তিনটি বেড়ে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টি।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে লিগ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে বাংলাদেশ হকি ফেডারেশন।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘রোববার (১৫ জানুয়ারি) থেকে ২৬তম জাতীয় যুব হকির এই নক আউট প্রতিযোগিতা শুরু হবে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেএসপি ও বরিশাল জেলার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ’

গেল আসরের রানার্সআপ ঢাকা জেলা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড় জেলার। ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমি-ফাইনালে খেলবে। আগামী ৪ ফেব্রুয়ারি দুটি সেমি-ফাইনাল; ফাইনাল ৬ ফেব্রুয়ারি।

যুব হকিতে সর্বোচ্চ ১২বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।