ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দিল্লিতে লড়ছেন বাংলাদেশের দাবাড়ুরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
দিল্লিতে লড়ছেন বাংলাদেশের দাবাড়ুরা দাবা টুর্নামেন্টের প্রতীকী ছবি

ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠানরত ১৫তম দিল্লি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছেন।

৮ খেলায় একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী পাঁচ পয়েন্ট করে পেয়েছেন।

এছাড়া, লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম ও অগ্রনী ব্যাংক দাবা দলের মোহাম্মদ সিরাজুল কবীর সাড়ে তিন পয়েন্ট করে, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের মোঃ আনিসুজ্জামান জুয়েল ও বিসিএফ স্পোর্টের মোঃ আলী নেওয়াজ সরকার তিন পয়েন্ট করে, মর্নিং গ্লোরী চেস ক্লাবের নিশীত কুমার পাল আড়াই পয়েন্ট, আব্দুর রাজ্জাক দুই পয়েন্ট এবং নিউ নেশন চেস ক্লাবের মোহাম্মদ আসিফ উর রহমান এক পয়েন্ট পেয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় মালেক ভারতের আন্তর্জাতিক মাস্টার রত্মাকরণকে, সোহেল রাশিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার ইস্তিয়াকিনা আন্নাকে, আমিনুল পঙ্কজ সিধুকে ও নেওয়াজ ভারতের আরচি আগারওয়ালকে পরাজিত করেন।

ফাহাদ ভারতের সিং বিক্রমজিতের সাথে ও নিশীত ভারতের জ্যোতিন্দর কাপুরের সাথে ড্র করেন।

নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার সোয়ামস মিশ্রার কাছে, সিরাজ ভারতের এম মহালক্ষীর কাছে, জুয়েল ভারতের শাচিন মালিকের কাছে, রাজ্জাক ভারতের দীপক কুমারের কাছে ও আসিফ ভারতের মাখিজা আসনার কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।