ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মাঠে গড়ালো যুব হকি লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মাঠে গড়ালো যুব হকি লিগ জাতীয় যুব হকি লিগের ২৬তম আসর/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩৯টি দলের অংশগ্রহণে ও অগ্রনী ব্যাংকের সহযোগিতায় রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গড়িয়েছে জাতীয় যুব হকি লিগের ২৬তম আসর।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গড়িয়েছে যুবাদের এই হকি প্রতিযোগিতা। লিগের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান অগ্রনী ব্যাংকের মহা ব্যবস্থাপক পঙ্কজ রায় চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মির্জা মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদিল ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মাহবুব এহসান।

লিগের উদ্বোধনী দিনেই জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ, টাঙ্গাইল জেলা ও বিকেএসপি। দিনের প্রথম ম্যাচে চট্ট্রগাম বিভাগ ৫-১ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে, দ্বিতীয় ম্যাচে টাঙ্গাইল জেলার কাছে ৪-০ গোলে হেরেছে মেহেরপুর এবং দিনের তৃতীয় ম্যাচে বরিশাল জেলাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বিকেএসপি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।