রোববার (১৫ জানুয়ারি) বরিশাল জেলাকে ৮-০ গোলে হারিয়ে দলটি নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছিল।
সোমবার (১৬ জানুয়ারি) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টাঙ্গাইলের যুবাদের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ১০ মিনিটে রাজীব দাসের পেনাল্টি গোলে ১-০তে লিড পায় বিকেএসপি।
শফিউল ব্যবধান দ্বিগুণ করার ঠিক পরের মিনিটেই আঘাত হানেন আরশাদ। তার ফিল্ড গোল থেকে দল এগিয়ে যায় ৩-০তে। তবে এখানেই থেমে থাকেননি আরশাদ। ২৭, ৩০ মিনিটে আরও দুবার বোর্ডে বল ঠেলে তুলে নেন লিগে নিজের প্রথম হ্যাটট্রিক। তার চতুর্থ গোলটি এসেছে ৩৯ মিনিটে।
আরশাদের দিনে উজ্জ্বল ছিলেন সোহানুর রহমানও। ২৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ৪-০ ব্যবধান এনে দেয়া এই স্ট্রাইকার ২৮, ৩২ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে বোর্ডে বল ফেলে হ্যাটট্রিক করেন। সোহানের চতুর্থ গোলটি এসেছে ৫০ মিনিটে।
আর ৪১ মিনিটে ফিল্ড গোল থেকে দলকে ১১-০’র বড় জয় পাইয়ে দিতে ভূমিকা রাখেন রাজু।
দিনের অপর দুই ম্যাচে কুমিল্লা জেলাকে ৫-১ গোলে গাজীপুর ও মানিকগঞ্জ জেলাকে ১-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি