ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

আরশাদ-সোহানের হ্যাটট্রিকে বিকেএসপির বড় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরশাদ-সোহানের হ্যাটট্রিকে বিকেএসপির বড় জয় অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি লিগ/ছবি: সংগৃহীত

আরশাদ হোসেন ও সোহানুর রহমানের হ্যাটট্রিকসহ চার গোলে ‘অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি লিগে’ নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বিকেএসপি। টাঙ্গাইল জেলাকে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে এই জয় তুলে নিয়েছে ১২বারের চ্যাম্পিয়নরা।

রোববার (১৫ জানুয়ারি) বরিশাল জেলাকে ৮-০ গোলে হারিয়ে দলটি নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছিল।

সোমবার (১৬ জানুয়ারি) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টাঙ্গাইলের যুবাদের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ১০ মিনিটে রাজীব দাসের পেনাল্টি গোলে ১-০তে লিড পায় বিকেএসপি।

১৫ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন শফিউল আলম।

শফিউল ব্যবধান দ্বিগুণ করার ঠিক পরের মিনিটেই আঘাত হানেন আরশাদ। তার ফিল্ড গোল থেকে দল এগিয়ে যায় ৩-০তে। তবে এখানেই থেমে থাকেননি আরশাদ। ২৭, ৩০ মিনিটে আরও দুবার বোর্ডে বল ঠেলে তুলে নেন লিগে নিজের প্রথম হ্যাটট্রিক। তার চতুর্থ গোলটি এসেছে ৩৯ মিনিটে।

আরশাদের দিনে উজ্জ্বল ছিলেন সোহানুর রহমানও। ২৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ৪-০ ব্যবধান এনে দেয়া এই স্ট্রাইকার ২৮, ৩২ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে বোর্ডে বল ফেলে হ্যাটট্রিক করেন। সোহানের চতুর্থ গোলটি এসেছে ৫০ মিনিটে।

আর ৪১ মিনিটে ফিল্ড গোল থেকে দলকে ১১-০’র বড় জয় পাইয়ে দিতে ভূমিকা রাখেন রাজু।

দিনের অপর দুই ম্যাচে কুমিল্লা জেলাকে ৫-১ গোলে গাজীপুর ও মানিকগঞ্জ জেলাকে ১-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।