ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যুব হকিতে রাজশাহী ও কুমিল্লার জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
যুব হকিতে রাজশাহী ও কুমিল্লার জয় .

অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার তৃতীয় দিনের খেলায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রাজশাহী বিভাগ ও কুমিল্লা জেলা। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হেরেছে চট্টগ্রাম বিভাগ। অপর ম্যাচে মাদারিপুর জেলাকে ২-০ গোলে হারিয়েছে কুমিল্লা জেলা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের ১৫ মিনিটে রাজশাহী বিভাগের জাহিদ একটি ফিল্ড গোল করে।

দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম জেলার পারভেজ একটি গোল করলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে (টাইব্রেকার)।

যেখানে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

দিনের অপর ম্যাচটিতে জাবেদ ও হৃদয়ের দুটি ফিল্ড গোলের সুবাদে মাদারিপুর জেলার বিপক্ষে ২-০ গোলের জয় পায় কুমিল্লা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।