ওয়াদো প্রতিযোগিতার অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন হৃদয় ইসলাম চুন্নু, রৌপ্য জিতেছেন মো: শাহাবুল এবং ব্রোঞ্জ জিতেছেন মো: আরিফুল ইসলাম। অনূর্ধ্ব-৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন জাহাঙ্গীর আলম, রৌপ্য জিতেছেন সাইফুল ইসলাম এবং ব্রোঞ্জ জিতেছেন প্রশান্ত।
অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন শেখ তোহা, রৌপ্য জিতেছেন মাহিম হাওলাদার আর ব্রোঞ্জ জিতেছেন মো: শাওন। অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মো: আল মাসুদ, রৌপ্য জিতেছেন মো: জনি এবং ব্রোঞ্জ জিতেছেন মো: নয়ন।
এদিকে গোজুকাই প্রতিযোগিতার অনূর্ধ্ব-৩০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন সানী, রৌপ্য জিতেছেন সিয়াম এবং ব্রোঞ্জ জিতেছেন তাঈম হাওলাদার। অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন তাসলিমা আক্তার, রৌপ্য জিতেছেন দিপু এবং ব্রোঞ্জ জিতেছেন রিয়া আক্তার।
প্রতিযোগিতার ১০০ জন সেরা খেলোয়াড়কে পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। এ ছাড়া স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ীদের মেডেল দেওয়া হয়।
সকালে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান মনিসহ কনফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, এবারের এই প্রতিযোগিতায় ১৫টি জেলাসহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। মার্শাল আর্টের জনপ্রিয় ইভেন্টগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৭
এমআরপি