শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে ছাত্রদের ৬টি দল ও ছাত্রীদের ৪টি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি