২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে বোল্টের সঙ্গে দৌড়েছিলেন কার্টার। রেকর্ড গড়ে জিতেছিলেন সোনা।
কেননা জ্যামাইকার পদক হারানো মানে বোল্টের একটি পদক কমে যাওয়া। ৯ থেকে তার অলিম্পিক পদক এখন ৮।
১০০ মিটার রিলের সোনার পদক দেওয়া হচ্ছে তখন রুপা জেতা ত্রিনিদাদ ও টোবাগোকে। জাপান পেয়েছে রুপা। আর ব্রাজিলকে দেয়া হয়েছে তাম্র পদক।
বেইজিংইয়ে ফাইনালের দিন কার্টারের মূত্রনমুনা নেওয়া হয়েছিল। তখন তাতে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়নি। গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৪৫৪টি মূত্রনমুনা পুনরায় পরীক্ষা করে। কার্টারের মূত্র পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসকে/পিসি