ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের জয়ী গণমুখী সংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের জয়ী গণমুখী সংঘ

সাতক্ষীরা: সাতক্ষীরায় জমে উঠা চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছে গণমুখী সংঘ। শনিবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরা কলেজ মাঠে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও গণমুখী সংঘের মধ্যকার এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

গণমুখী সংঘ টস জিতে সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিংয়ে নেমে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ৪৩.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয়।

দলের পক্ষে ক্রিকেট একাডেমির শাহজালাল সর্বোচ্চ ৮৩ রান করেন।

পরে ব্যাটিংয়ে নেমে গণমুখী সংঘ ২৬.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬১ রানের সহজ লক্ষ্যে পৌঁছে যায়। এতে আট উইকেটের জয় পায় গণমুখী সংঘ। দলের পক্ষে পিনাক সর্বোচ্চ ৮৪ রান করেন।

প্রতিপক্ষ সাতক্ষীরা ক্রিকেট একাডেমির মাসুম ও প্রত্যাশা একটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন গণমুখী সংঘের পিনাক ঘোষ।

ম্যাচ পরিচালনা করেন শানু ও হিরণ। স্কোরার ছিলেন কাজী ফরহাদ।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে একই মাঠে রোববার (২৯ জানুয়ারি) টাউন স্পোর্টিং ক্লাব ও কলারোয়ার তুলসিডাঙ্গা ক্রিকেট ক্লাব অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।