ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মধুপুরে লাভা মেয়র কাপ ক্রিকেট লিগের জয়ী মধুপুর কলেজ রাইডার্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
মধুপুরে লাভা মেয়র কাপ ক্রিকেট লিগের জয়ী মধুপুর কলেজ রাইডার্স

মধুপুর (টাঙ্গাইল): ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ‘লাভা-মেয়র কাপ ক্রিকেট লিগ ২০১৬’-এর জমজমাট ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচে মধুপুর কলেজ রাইডার্স জয়ী হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ডের ইয়ং স্টারকে ১৯ রানে হারিয়ে মধুপুর কলেজ এই লিগের প্রথম আসরে জয়ী হয়।

টস জিতে মধুপুর কলেজ রাইডার্স ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে।

১৬৯ রানের টার্গেটে মাঠে নেমে ইয়ং স্টার ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মধুপুর কলেজের জোনাইদ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন একই দলের নাজিম উদ্দিন। চ্যাম্পিয়ান ও রানারআপ দলের কাছে কাপ তুলে দেন মেয়র মাসুদ পারভেজ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।