সোমবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষকদের মিলনমেলা বসবে।
দু’বছর মিলে ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।
২০১৫ সালের জন্য মনোনীত তিন খেলোয়াড় হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালের জন্য মনোনীত খেলোয়াড় হলেন মাহফুজা খাতুন শিলা (সাঁতার), তামিম ইকবাল (ক্রিকেট), আশরাফুল ইসলাম (হকি)।
দর্শক ভোটে চলে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে ভোটের মাধ্যমে ছয়জন থেকে একজনকে বেছে নেয়া হবে।
বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস-এর এশিয়া অঞ্চলের প্রধান মোহাম্মদ কাশিম।
অনুষ্ঠানের পুরস্কার প্রাপ্তরা হলেন:
২০১৫ সাল
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন): মাহমুদুল্লাহ রিয়াদ-সৌম্য সরকার-মোস্তাফিজুর রহমান (ক্রিকেট), সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা দাবাড়ু-মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চার তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননা আমিনুল হক মনি।
২০১৬ সাল
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন): মাহফুজা খাতুন শিলা (সাঁতার), তামিম ইকবাল (ক্রিকেট), আশরাফুল ইসলাম (হকি), সেরা ক্রিকেটার: তামিম ইকবাল, সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, সেরা শ্যূটার শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড় সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ, উদীয়মান নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী সরকার (ফুটবল), সেরা কোচ গোলাম রব্বানী ছোটন (ফুটবল), সেরা সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, সেরা সংস্থা বাংলাদেশ নৌবাহিনী।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত ছয়): তামিম ইকবাল (ক্রিকেট), মাহফুজা খাতুন শিলা (সাঁতার), মাহমুদুল্লাহ রিয়াদ (ক্রিকেট), মোস্তাফিজুর রহমান (ক্রিকেট), মাবিয়া আক্তার সীমান্ত (ভারত্তোলন), আশরাফুল ইসলাম (হকি)।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি