কোর্সে গড়াল বসুন্ধরা গলফ
ঢাকা: টি অফের মধ্য দিয়ে কুর্মিটোলা গলফ কোর্সে গড়ালো ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত হয়ে চার দিনের আন্তর্জাতিক এই গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন; মার্কেটিং ফাংশন ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেল ও এক্সিকিউটিভ মো. আতিকুর রহমান।
সকাল ৭টা ০৫ মিনিটে ১ নাম্বার হোল থেকে টি অফ করেছেন কোরিয়ান গলফার দংমিন লি, বাংলাদেশের মোঃ শাহআলম ও মোঃ মুজা।
গেল দুই আসরের ধারাবাহিকতায় এটি বসুন্ধরা গলফের তৃতীয় আসর। বিশ্বের ২২টি দেশের ১৩৪ জন গলফারের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/জেডএম/আরআই/এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।