দশ বাংলাদেশির মধ্যে প্রথমেই আছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে পাঁচ শট কম খেলে স্বাগতিক গলফারদের মধ্যে শীর্ষে তিনি।
এদিকে, পারের চেয়ে এক শট বেশি খেলে পাঁচ নম্বরে আছেন মো: জিয়া, সমানসংখ্যক শটে ছয়ে বাদল হোসেন ও সাতে মো: নাজিম। আর পারের চেয়ে দুই শট বেশি খেলে আটে সম্রাট শিকদার, তিন শট বেশি খেলে ৯-এ আকবর হোসেন ও সমানসংখ্যক শটে দশম স্থানে রবি মিয়া।
প্রসঙ্গত, এই দশ বাংলাদেশি গলফারের মধ্যে সম্রাট শিকদার ও আকবর হোসেন অ্যামেচার গলফার।
তবে বাংলাদেশি গলফারদের মধ্যে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি সাখাওয়াত হোসেন সোহেল। পারের চেয়ে চার শট বেশি খেলায় তিনি এবারের আসরের কাট হাতছাড়া করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম