ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হয়েছে বসুন্ধরা গলফের তৃতীয় দিনের খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
শুরু হয়েছে বসুন্ধরা গলফের তৃতীয় দিনের খেলা বসুন্ধরা গলফের তৃতীয় দিনের খেলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: গেল দুই দিনের ধারাবাহিকতায় কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র তৃতীয় দিনের খেলা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে টি অফের মধ্য দিয়ে গড়িয়েছে গলফের টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ড।

সকাল ৮ টায় ১০ নম্বর হোল থেকে টি অফের মধ্য দিয়ে রাউন্ড শুরু করেন আইরিশ গলফার নেইল টার্নার, কোরিয়ার জ্যানসুং কিং ও ডংমিন লি। তৃতীয় রাউন্ডের এই খেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে থাই গলফার জ্যাজ ওয়াটানান্দ। পারের চেয়ে ১১ শট কম খেলে লিডার বোর্ডের চূড়ায় অবস্থান করছেন তিনি।
 
ওয়াটানান্দের পরেই ভারতের শুভকংর শর্মা। পারের চেয়ে ১০ শট কম খেলে প্রথম রাউন্ডের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ভারতীয় গলফার। আর পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে দুই থাই গলফার র‌্যাটানন ওয়ানাশরিচান ও প্যানুফোল পিত্তাইরাত।

দ্বিতীয় রাউন্ড শেষে লিডার বোর্ডের ৫ নম্বরে থাকা বাংলাদেশের সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ড শুরু করবেন ১ নম্বর হোল থেকে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।