আর পারের চেয়ে ৯ শট কম খেরে প্রথম রাউন্ডের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের শুভংকর শর্মা। তবে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে কিছুটা অনুজ্জ্বল এই ভারতীয় গলফার।
শুভংকর শর্মা অনুজ্জ্বল থাকলেও তৃতীয় রাউন্ড শেষে প্রথম দুই রাউন্ডের তুলনায় বেশ উজ্জ্বল বাংলাদেশের সিদ্দিকুর রহমান। পারের সমান শট খেলে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ২৯ ও দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৫ নম্বরে থাকা এই দেশসেরা গলফার তৃতীয় দিন শেষে যুক্তরাষ্টের ডজ কারম্যানের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে।
সিদ্দিকুরের পাশাপাশি প্রথম দুই রাউন্ডের তুলনায় উজ্জ্বলতা ছড়িয়েছন আরেক স্বাগতিক গলফার দুলাল হোসেন। প্রথম রাউন্ডে সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে ২৯তম ও দ্বিতীয় রাউন্ড শেষে ২২তম এই লাল-সবুজের গলফার তৃতীয় রাউন্ড শেষে রয়েছেন যৌথভাবে ১২ নম্বরে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম
আরও পড়ুন...
** দুর্দান্ত প্রত্যাবর্তনে তিনে সিদ্দিকুর
** শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের