ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় সিদ্দিকুর সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের প্রথম রাউন্ডের কথা বাদ দিলে বাকি দুই রাউন্ডেই রোমাঞ্চ দেখেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। পারের সমান শটে প্রথম রাউন্ডে যৌথভাবে ২৯তম হয়ে দ্বিতীয় দিনেই ফিরেছেন দারুণভাবে। 

পারের চেয়ে পাঁচ শট কম খেলে পাঁচে থেকে দিন শেষ করেছেন। আর তৃতীয় রাউন্ডেতো কথাই নেই।

ব্যাক-টু-ব্যাক বগি দিয়ে দিনের শুরু করলেও শেষটা করেছেন বার্ডি নিয়ে। একটি দুটি নয়, ছয়টি বার্ডি। বিষয়টি সন্দেহাতীতভাবেই সিদ্দিকুরকে রোমাঞ্চিত করেছে।

মজার ব্যাপার হলো টুর্নামেন্টের শেষ রাউন্ডে ঠিক একই রকম অথবা সম্ভব হলে আরও বেশি রোমাঞ্চের জন্য তিনি উন্মুখ হয়ে আছেন, ‘আমার মনে হয়, আমি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। আরও একদিন আছে। শেষ দিনের রোমাঞ্চের জন্য উন্মুখ হয়ে আছি। ’     

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয় রাউন্ডের খেলা শেষে তিনি একথা বলেন। এসময় গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান, প্রথম দুই হোলের বগির পরেও কিভাবে তিনি এমন দাপুটে একটি দিন শেষ করলেন? সিদ্দিকুর ভাষ্য, ‘শুরুটা খারাপ বলব না; এটাই খেলার অংশ; বরং এটা আমাকে পরে আরও গতি দিয়েছে। ’

এদিকে, সিদ্দিকুরের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে লিডারবোর্ডের শীর্ষে অবস্থান করছেন থাই গলফার জ্যাজ ওয়াটানান্দ। শেষ রাউন্ডের খেলায় একটু ভালো করলেই হয়তো তাকে ধরে ফেলা সম্ভব।

কিন্তু, সিদ্দিকুর মোটেও এমন কিছু ভাবতে চাইছেন না। বরং নিজের খেলার প্রতিই বেশি লক্ষ্য রাখতে চান, ‘লিডারবোর্ডে শীর্ষে থাকাদের দিকে না খেয়াল করলে ভালো হবে। আমার মনে হয়, নিজের খেলার দিকে দৃষ্টি দিই; তাহলে যেকোনো কিছু হতে পারে। চাপ আসতে পারে কিন্তু আমি আসলে সেটা নিচ্ছি না। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।