ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিদ্দিকুরের দুর্দান্ত শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সিদ্দিকুরের দুর্দান্ত শুরু সিদ্দিকুর রহমান (বাঁয়ে)-ছবি:দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের চতুর্থ ও শেষ রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেছেন স্বাগতিক গলফার সিদ্দিকুর রহমান। শনিবার (৪ ফেব্রুয়ারি) ১ নাম্বার হোল থেকে রাউন্ডের শুরু করেন এই দেশ সেরা গলফার।

আগের দিন প্রথম হোলেই যেখানে বগি পেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিলেন, সেখানে শেষ রাউন্ডের প্রথম হোলটি খেলেন পারের সমান।

পরের হোলেই দেখা পান কাঙ্খিত বার্ডির।

চার পারের এই হোলটি বেশ ফুরফুরে মেজাজে শেষ করেন তিন পারে। এরপর তিন নাম্বার হোলটি পারের সমান খেলে পরেরটিতে তুলে নেন বার্ডি।

৫ ও ৬ নাম্বার হোল সতর্কতার সাথে পারের সমান খেলার পরে ৭ নাম্বার হোলে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির।

তৃতীয় রাউন্ড শেষে লিডার বোর্ডের তিনে থেকে খেলা শেষ করা এই লাল-সবুজের গলফার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আছেন দুই নাম্বারে। তার চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন থাই গলফার জ্যাজ জেন ওয়াটানান্দ। তিন নাম্বারে আছেন ভারতের শুভংকর শর্মা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।