শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজের খেলা শেষে এভাবেই তিনি গণমাধ্যমের সামনে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, ‘প্রথম দিনটা ভালোভাবে শেষ হয়নি।
বসুন্ধরা গলফের এই আসরে তৃতীয়স্থানে থেকে সিদ্দিকুর যখন তৃতীয় দিনের খেলা শেষ করেন, তখনই স্বাগতিক দর্শকদের মনে একটি বাড়তি প্রত্যাশা এসেছিল, হয়তো শিরোপা জিততে পারেন সিদ্দিকুর।
তাই চতুর্থ দিনে সিদ্দিকুরের খেলা দেখতে কুর্মিটোলা গলফকোর্সে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটা স্বাভাবিক দর্শকরা পাশে থাকলে যে কোন খেলোয়াড়ই বাড়তি চাপে থাকেন, কিন্তু সিদ্দিকুর বিষয়টিকে নিয়েছেন অন্যভাবে।
তিনি যোগ করেন, ‘দর্শক কোনো বাড়তি চাপ সৃষ্টি করেনি বরং তারা আমাকে উৎসাহ যুগিয়েছে। আমি তাদের দ্বারা ভীষণভাবে উৎসাহিত হয়েছি বলেই এমন পারফরমেন্স এসেছে। ’
বাংলোদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি