দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। আর মহিলা বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও সাতক্ষীরা জেলা।
আগামীকাল সকাল ১১টায় পল্টন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রোববার পল্টন মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। বাংলাদেশ পুলিশ ২-০ সেটের ব্যবধানে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে। আর খুলনা জেলা একই ব্যবধানে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার এবং সাতক্ষীরা জেলা জয় পেয়েছে। বাংলাদেশ আনসার ২-০ সেটের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালের টিকিট পায়। আর সাতক্ষীরা জেলা একই ব্যবধানে জেবি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে।
দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মহিলা বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি