ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় থ্রোবলের ফাইনালে পুলিশ ও খুলনা জেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
জাতীয় থ্রোবলের ফাইনালে পুলিশ ও খুলনা জেলা ছবি: সংগৃহীত

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার (০৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৭’। পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল (০৬ ফেব্রুয়ারি) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। আর মহিলা বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও সাতক্ষীরা জেলা।

 

আগামীকাল সকাল ১১টায় পল্টন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

রোববার পল্টন মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। বাংলাদেশ পুলিশ ২-০ সেটের ব্যবধানে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে। আর খুলনা জেলা একই ব্যবধানে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

এদিকে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার এবং সাতক্ষীরা জেলা জয় পেয়েছে। বাংলাদেশ আনসার ২-০ সেটের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালের টিকিট পায়। আর সাতক্ষীরা জেলা একই ব্যবধানে জেবি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে।

দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মহিলা বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।