দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে খুলনা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মহিলা বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ২-০ সেটে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষে থেকে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ডিরেক্টর পি.আরএল) মো. আবুল হাশেম ও উপ-পুলিশ কমিশনার (কল্যাণ ফোর্স) মো. জাকির হোসেন মজুমদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল্-মামুন, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তারেক ইকবাল খান মজলিসসহ অন্যান্যরা।
উল্লেখ্য, দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল অংশ নেয়। পুরুষ বিভাগের দলগুলো ছিল- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মহিলা বিভাগে অংশ নেওয়া দলগুলো ছিল- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি