ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কানাডার জায়গায় বাংলাদেশে আসছে মালয়েশিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কানাডার জায়গায় বাংলাদেশে আসছে মালয়েশিয়া কানাডার জায়গায় বাংলাদেশে আসছে মালয়েশিয়া

নিরাপত্তাকে কারণ দেখিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে ঢাকায় আসতে চায়নি কানাডা। ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে কানাডার বদলে খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া।

গত সপ্তাহে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনকে নিজেদের না আসার বিষয়টি জানিয়ে দেয় কানাডা।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আগামী ৪ মার্চ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলতে না আসার সিদ্ধান্ত জানায় কানাডা।

তবে, টুর্নামেন্টটির জন্য নতুন দল খুঁজে পেতে বেশি দেরি হয়নি।

স্বাগতিক বাংলাদেশসহ এই টুর্নামেন্টের অন্য দল মিশর, চীন, ফিজি, ঘানা, ওমান ও শ্রীলঙ্কা। নতুন করে যুক্ত হলো মালয়েশিয়া।

বিশ্ব র‌্যাংকিংয়ে কানাডা আর মালয়েশিয়ার অবস্থান কাছাকাছি। ১১তম স্থানে কানাডা, ১৩তম মালয়েশিয়া। আর বাংলাদেশের স্থান ৩৫-এ।

আগামী ৪ মার্চ মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গ্রুপ পর্বের অভিযান। ফিজি ও ওমানের সঙ্গে পরের দুটি ম্যাচ ৫ ও ৭ মার্চ। বাংলাদেশ থেকে সেরা দুটি দল যাবে বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে।

পুল ‘এ’তে বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গী ফিজি ও ওমান। পুল ‘বি’র চার দল চীন, শ্রীলঙ্কা, মিশর ও ঘানা।

বাংলাদেশের ম্যাচ-সূচি:
৪ মার্চ: বাংলাদেশ-মালয়েশিয়া
৫ মার্চ: বাংলাদেশ-ফিজি
৭ মার্চ: বাংলাদেশ-ওমান

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।