অলিম্পিক স্প্রিন্টে রেকর্ড আটবারের স্বর্ণ জয়ী বোল্ট বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। যেখানে মেলবোর্নে ক’দিন পরেই নিত্রো অ্যাতলেটিক সিরিজ প্রতিযোগিতায় নামবেন জ্যামাইকান তারকা।
তবে এর আগে ট্র্যাকে গা গরম করতেই স্টেফেনসেনের বিপক্ষে নামেন তিনি।
স্টেফেনসেন ২০০৪ এথেন্স অলিম্পিকের ৪০০ মিটার রিলেতে অস্ট্রেলিয়ার হয়ে রুপা জিতেছিলেন।
নিত্রোয় তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটিতে অংশগ্রহণ করবেন বোল্ট। যা মেলবোর্নের লেকসাইড স্টেডিয়ামে শুরু হচ্ছে। শেষ হবে ১১ ফেব্রুয়ারি।
এদিকে সতীর্থ নেস্তা কার্টারের ডোপপাপে ক’দিন আগে অলিম্পিকের একটি স্বর্ণ হারিয়েছেন বোল্ট। ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে বোল্টের সঙ্গে দৌড়েছিলেন কার্টার। রেকর্ড গড়ে জিতেছিলেন সোনা। কিন্তু এতদিন পর এসে কার্টারের শরীরে নিষিদ্ধ ড্রাগের উপাদান পাওয়ায় ফিরিয়ে দিতে হচ্ছে দলীয়ভাবে জেতা অলিম্পিক সোনার পদকটি। ফলে উসাইন বোল্টের গড়া ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডটি আর থাকছে না। ৯ থেকে তার অলিম্পিক পদক এখন ৮।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস