ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা: সফররত ভারতীয় সেনাবাহিনী বাস্কেটবল দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী দলের এক প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ভারতীয় সেনাবাহিনী দল বাংলাদেশ সেনাবাহিনী দলকে ৬১-৪২ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়েছে।

সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি বাস্কেটবল দল গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশে আসেন। সফরকালীন দলটি সাভার স্মতিসৌধসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

দলটি গত ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ৯ পদাতিক ডিভিশন বাস্কেটবল দলের সঙ্গে এবং ৮ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল দলের সঙ্গে একটি করে প্রীতি বাস্কেটবল ম্যাচে অংশ নেয়।

অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাভার এলাকার সব অফিসার, সৈনিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।