ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেব্যাংক চ্যাম্পিয়নশিপে ভালো শুরু সিদ্দিকুরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
মেব্যাংক চ্যাম্পিয়নশিপে ভালো শুরু সিদ্দিকুরের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হয়ে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান পাড়ি দিয়েছেন মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপে। সেখানে শুরুটা বেশ ভালোই করেছেন সিদ্দিকুর।

চলমান টুর্নামেন্টে সুবিধাজনক অবস্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার। পারের চেয়ে তিন শট কম খেলে ১১ জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন তিনি।

কুয়ালালামপুরের সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে তিনটি বার্ডি, একটি ইগল ও দুটি বোগি করেন সিদ্দিকুর।

পারের চেয়ে নয় শট কম খেলে শীর্ষে রয়েছেন স্কটল্যান্ডের মার্ক ওয়ারেন।

দেশের কোর্সে খেলা সর্বশেষ টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে প্রথমবারের মতো এই গৌরব লাভ করেন এশিয়ান ট্যুরের দুইটি শিরোপা জয়ী গলফার।

দেশের মাটিতে রানারআপ হওয়ার দিন সিদ্দিকুর বার্ডি পেয়েছিলেন মোট ৬টি। আর বগি পেয়েছিলেন মাত্র ১টি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।