ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাভারে দেশি-বিদেশি গলফারদের নিয়ে টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
 সাভারে দেশি-বিদেশি গলফারদের নিয়ে টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিন দিনব্যাপী ১১তম আমিন মোহাম্মদ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৭ সাভারের গলফ ক্লাবে শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে সাভার গলফ ক্লাবের সভাপতি প্রশাসন ও অর্থ পর্ষদ ব্রিগেডিয়ার জে এ টি এম আনিসুজ্জামান  টুর্নামেন্টের আনু্ষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রমজানুল হক নিহাদসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এ টুর্নামেন্টে দেশের গলফ ক্লাবের অর্ধশতাধিক গলফার অংশগ্রহণ করবেন। এছাড়া, তাদের সঙ্গে লড়বেন বিদেশি গলফার।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।