ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বাস্কেটবলে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
বাস্কেটবলে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনকে ৭৮-৬৪ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে কুমিল্লা সেনানিবাসের এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন বাস্কেটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের সৈনিক নাদিম রানা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের সৈনিক এরশাদ আলম।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন, এনডিসি, পিএসসি।

টুর্নামেন্টটি গত ১২ মার্চ শুরু হয়। এতে ১৪টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।