ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কক্সবাজারে সিরাজ আহমদ নাজির ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন অরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
কক্সবাজারে সিরাজ আহমদ নাজির ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন অরু অরুডিশ বড়ুয়া অরু’র হাতে ‘চ্যাম্পিয়ন’ ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারে সামাজিক সংগঠন বন্ধন আয়োজিত ‘সিরাজ আহমদ নাজির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭’র একক শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অরুডিশ বড়ুয়া অরু।

সোমবার (২৭ মার্চ) রাতে কক্সবাজার প্রেসক্লাব মাঠে প্রতিযোগিতার ফাইনালে অরুডিশ তার প্রতিপক্ষ ইসহাক মান্নাকে ২১-১০ ও ২১-১৯ সেটে পরাজিত করেন।  

টুর্নামেন্টে ‘দ্বৈত শিরোপা’র লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইসহাক মান্না ও সুজাউদ্দিন জুটি।

‘দ্বৈত শিরোপার’ ফাইনালে মান্না ও সুজা জুটি তাদের প্রতিপক্ষ আবছার উদ্দিন ও আবু তাহেরকে ২৫-২৩ ও ২১-১৭ সেটে হারিয়েছেন।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অরুপ বড়ুয়া অপু ও সহ-সাধারন সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।