ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জাপানে শীর্ষ ৯-এ সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
জাপানে শীর্ষ ৯-এ সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে জাপানের প্যানাসনিক ওপেনে নবম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। গতবার এই মেগা ইভেন্টে ৭৪তম হয়েছিলেন সিদ্দিকুর।

নবম হয়ে সিদ্দিকুর জানান, ‘আলহামদুলিল্লাহ, শীর্ষ দশে থাকতে পেরেছি। জাপানে এটাই আমার এখন পর্যন্ত সেরা সাফল্য।

এবার শুরুটা মোটেও ভালো ছিল না সিদ্দিকুরের। তবে, দ্বিতীয় রাউন্ডেই ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করার জানান দিয়েছিলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে এক শট কম খেলেন।

তৃতীয় রাউন্ডেও দুর্দান্ত পারফর্মের ধারাবাহিকতা রাখেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। পারের চেয়ে দুই শট কম খেলে ৩৭তম স্থানে উঠে আসেন দেশের সেরা এই গলফার।

প্রায় ১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির এই আসরে যৌথভাবে তিন জনের সঙ্গে এবার নবম হয়ে সিদ্দিকুর পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ডলার।

জাপানের চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে রোববার (২৩ এপ্রিল) চতুর্থ রাউন্ড শেষে সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে নবম হন।  

পারের চেয়ে ১১ শট কম খেলে টাইব্রেকারে শিরোপা জিতেছেন স্বাগতিক জাপানের কুবোয়া কেনিচি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।