ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বসুন্ধরা স্বাধীনতা কাবাডির দ্বিতীয় দিন অতিবাহিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
বসুন্ধরা স্বাধীনতা কাবাডির দ্বিতীয় দিন অতিবাহিত বসুন্ধরা স্বাধীনতা কাবাডির দ্বিতীয় দিন অতিবাহিত

তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি ২০১৭-এর চূড়ান্ত পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের ছয়টি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ জেল এর মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এই খেলা ২৪-২৪ পয়েন্টে ড্র হয়।

দ্বিতীয় খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ৫৯ পয়েন্টের বিশাল ব্যবধানে দিনাজপুর জেলাকে পরাজিত করে। বিমানবাহিনীর ৭৪ পয়েন্টের জবাবে দিনাজপুর ১৫ পয়েন্ট স্কোর করে।

দিনের তৃতীয় খেলায় বাংলাদেশ পুলিশ তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জয় লাভ করে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে পুলিশের ২৯ পয়েন্টের জবাবে সেনাবাহিনী ২৬ পয়েন্ট স্কোর করে। পরবর্তী খেলায় বাংলাদেশ নৌ-বাহিনী ২৭ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে পরাজিত করে।

বাংলাদেশ পুলিশ তাদের দ্বিতীয় খেলায় মৌলভীবাজার জেলাকে ১২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রাখে। এ নিয়ে দ্বিতীয় দিনে দুটি জয় পায় পুলিশ। দিনের ৫ম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বরিশাল জেলাকে ৭৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। দিনের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে ৩৫-২৭ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সাতটি খেলা অুনষ্ঠিত হবে। প্রতিদিনের শেষ তিনটি ম্যাচ ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হবে।

ইউটিউব পেইজ: https://www.youtube.com/channel/UCrpmQoJeyQ_zCu3AaTgLH1Q

ফেসবুক পেইজ: https://www.facebook.com/adtouchbd

পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

“ক” গ্রুপ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ জেল, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বরিশাল জেলা।

“খ” গ্রুপ: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, দিনাজপুর জেলা, মৌলভীবাজার জেলা, বাংলাদেশ বিমানবাহিনী।

দুই সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৭ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।