ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

গোলবন্যায় কোয়ার্টারে নৌবাহিনী ও বিমান বাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
গোলবন্যায় কোয়ার্টারে নৌবাহিনী ও বিমান বাহিনী .

ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত খেলে ৩১তম জাতীয় হকি গোল্ড কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে, বিমান বাহিনীও শেষ আটে জায়গা করে নিয়েছে।

রোববার (৩০ এপ্রিল) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে এই দুই কোয়ার্টার ফাইনালিস্ট। মেহেরপুর জেলাকে ২৭ গোলের বন্যায় ভাসিয়েছে নৌবাহিনী।

পটুয়াখালিকে ১১ গোলের ব্যবধানে হারিয়েছে বিমানবাহিনী।

গ্রুপ ‘২’ থেকে নৌবাহিনী যথাক্রমে গাজীপুর, নড়াইল ও মেহেরপুর জেলাকে পরাজিত করে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে। গাজীপুর দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও মেহেরপুর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। নড়াইল জেলা তিনটি ম্যাচেই হেরেছে।

৭ নং গ্রুপ থেকে বিমান বাহিনী ৩ ম্যাচে জিতে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে পা রাখে। পটুয়াখালি ২ ম্যাচে জিতে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, রাজশাহী বিভাগ এক ম্যাচে জিতে তৃতীয় হয়। কোন পয়েন্ট পায়নি খুলনা জেলা।

দিনের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগ খুলনাকে হারিয়েছে ১২-০ গোলের ব্যবধানে। জেনিত, শান্ত, মুন, নেরিত ও সজল দু’টি করে গোল করেছেন। হিমেল ও সাফল্ল একটি করে।

দ্বিতীয় ম্যাচে গাজীপুর জেলা নড়াইলকে হারিয়েছে ৮-০ গোলে। তানজিম ৩টি, মোজাম্মেল ২টি, সজীব, সেপু ও শাকিল ১টি করে গোল করেছেন।

তৃতীয় ম্যাচে বিমানবাহিনী পটুয়াখালির বিপক্ষে বড় জয় তুলে নেয়। ১১-০ গোলের ব্যবধানে জয়ে প্রজেনজিত ৪টি, বিল্লালের ৩, কৌশিক, অনশিক ও সহিদুলের একটি করে গোল করেন।

শেষ ম্যাচে মেহেরপুর জেলাকে রীতিমত গোলবন্যায় ভাসিয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট নৌবাহিনী। তিনটি হ্যাটট্রিক এসেছে এই ম্যাচে। ফরহাদ, ইমন ও রোমান করেছেন হ্যাটট্রিক। ফজলে ৪টি, চয়ন ও রিমন ৩টি করে এবং ইমরান, কামরুজ্জামান ও কৃষ্ণ করেছেন একটি করে গোল।

সোমবার (১ মে) থেকে শুরু হবে গ্রুপ ৩ ও ৪ এর খেলা। রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঝিনাইদাহ, দিনাজপুরের বিপক্ষে রাজশাহী, সেনাবাহিনীর বিপক্ষে সিলেট এবং ঢাকার বিপক্ষে বরিশাল।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।