ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সেনাবাহিনীর ২৮, দিনাজপুরের ১৪

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ২, ২০১৭
সেনাবাহিনীর ২৮, দিনাজপুরের ১৪ .

৩১তম জাতীয় গোল্ডকাপ হকি টুর্নামেন্টে মঙ্গলবার (০৩ মে) গ্রপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বড় জয় পেয়েছে শিরোপার অন্যতম দাবিদার সেনাবাহিনী এবং দিনাজপুর জেলা।

চারটি ম্যাচই গুলিস্তানস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে খেলতে নামে রংপুর।

ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়। সিলেটের হয়ে গোল করেছেন রিমন ও রেদোয়ান এবং রংপুরের জার্সিতে সমীর ও আনিসুর।

দ্বিতীয় ম্যাচে বরিশাল জেলাকে ১৪টি গোল দিয়েছে দিনাজপুর। একটি গোল করতে সমর্থ হয় বরিশাল। ইরফানের হ্যাটট্রিকের পর সরুপ ও তানজিম করেছে ৩টি করে গোল, হৃদয় ২টি, সুমন, শরিফুল ও খাইরুল করেছেন একটি করে গোল। বরিশালের সান্ত্বনাসূচক গোলটি করেন মারুফ।

রাজশাহীকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ঢাকা। মাকসুদ করেছেন ২টি গোল ও মাহাবুব একটি। বিপরীতে রাজশাহীর একমাত্র গোলটি করেন লালন।

দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে সেনাবাহিনী। স্বভাবতই শক্তিশালী দলের সামনে দাঁড়াতে পারেনি ঝিনাইদহ। ২৮টি গোল হজম করে তারা। মিলন একাই করেছেন ১২টি। মনোজ ও জুবায়ের ৩টি করে গোল দিয়েছেন, নঈম, পুস্কর, রোকন ও মালেক দুটি করে, শফিক ও হাবিব একটি করে গোল করেন।

বুধবার (৩ মে) টুর্নামেন্টের কোনো খেলা নেই। বৃহস্পতিবার বরিশালের বিপক্ষে খেলবে রাজশাহী, ঝিনাইদাহর বিপক্ষে সিলেট ও ঢাকার বিপক্ষে দিনাজপুর, রংপুরের বিপক্ষে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০২ মে, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।