ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

লিজাকে হারিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেন রুনু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
লিজাকে হারিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেন রুনু ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন ৩৭তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭’ এর তৃতীয় রাউন্ডের খেলায় জাহানারা হক রুনু প্রাক্তন জাতীয় মহিলা চ্যাম্পিয়ন দেশের শীর্ষ মহিলা রেটিং প্রাপ্ত খেলোয়াড় আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজাকে পরাজিত করে চাঞ্চল্যের সৃষ্টি করেন।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় রুনু কালো ঘুঁটি নিয়ে লিজার কুইনস পন ওপেনিংয়ের বিরুদ্ধে খেলেন। ৯ নং চালে লিজা ভুল করায় রুনু একটি হাতি বেশি রাখতে সক্ষম হন এবং পরবর্তীতে ৫৩ চালে রুনু জয়ী হন।

তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৪ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন গতবারের মহিলা চ্যাম্পিয়ন মানিকগঞ্জের নাজরানা খান ইভা, গতবারের মহিলা রানার-আপ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও জাহানার হক রুনু।

তৃতীয় রাউন্ডের খেলায় প্রতিভা তালুকদার মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনের সাথে, দিলারা জাহান নূপুর নোশিন আঞ্জুমের সাথে ও কাজী জারিন তাসনিম হামিদা বেগমের সাথে ড্র করেন। শিরিন ফারজানা হোসেন এ্যানিকে, ইভা আফরিন জাহান মুনিয়াকে, জাকিয়া তানজিনা আক্তার তানিকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলীকে, ঝর্না বেগম সাসিন আক্তারকে ও কিশোয়ারা সাজরীন ইভানা ওয়ালিজা আহমেদকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।