ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বার্সায় নাসিরের পরাজয়, নিউইয়র্কে নিয়াজ রানার্সআপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বার্সায় নাসিরের পরাজয়, নিউইয়র্কে নিয়াজ রানার্সআপ বার্সায় নাসিরের পরাজয়

স্পেনের বার্সেলোনায় ১৯তম ওপেন ইন্টারন্যাশনাল ডি এসকাস ডি সেন্টস হোস্টাফ্রাংক আই লা বোরডেটা এর ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শেখ নাসির আহমেদ।

চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ৪ খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন।

চতুর্থ রাউন্ডের খেলায় নাসির ফ্রান্সের রিভালিন কেনির কাছে হেরে যান।

পঞ্চম রাউন্ডের খেলায় নাসির স্পেনের সানচেজ লোপেজ জুয়ান ম্যানুয়েলের বিপক্ষে খেলবেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে অনুষ্ঠিত ১৬তম ম্যানহাটান ওপেন দাবায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যুগ্মভাবে রানার-আপ হয়েছেন।

প্রতিযোগিতায় চার পয়েন্ট নিয়ে নিয়াজসহ মোট চার জন খেলোয়াড় যুগ্মভাবে রানার-আপ হন। সাড়ে চার পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার আন্দ্রে গোরোভেটস চ্যাম্পিয়ন হন। নিয়াজ সামির মজুমদার, ফিদে মাস্টার কাইরনওয়া গ্রিফিথ ও ফিদে মাস্টার লেভি রোজমানকে পরাজিত করেন এবং ব্রান্ডন নাইডিক ও আন্তর্জাতিক মাস্টার কাইকি ইয়াংয়ের সাথে ড্র করেন।

এ ইভেন্টে ৭ জন গ্র্যান্ড মাস্টার ও ৫ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৫১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। নিয়াজ পাঁচশত মার্কিন ডলার অর্থ পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।