ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশে মার্শাল আর্টের উন্নয়নে দিল্লিতে বৈঠক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বাংলাদেশে মার্শাল আর্টের উন্নয়নে দিল্লিতে বৈঠক ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাশিয়ান মার্শাল আর্ট স্যাম্বো ও কুরাশ মার্শাল আর্ট খেলার উন্নয়য়ের লক্ষ্যে সোমবার (২৮ আগস্ট) ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হলো মত বিনিময় সভা।

সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কুরাশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ভারতের কুরাশ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী জগদিস টায়টিলার স্যার, বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: হুমায়ুন কবির ও বাংলাদেশ কুরাশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো: আরিফ খন্দকার।

আরো উপস্থিত ছিলেন রবি কাপুর, সাধারণ সম্পাদক, কুরাশ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক রভি ভারমা।

২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারতে যৌথভাবে অনুষ্ঠিত হবে শেখ কামাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশীপ-২০১৭। উক্ত চ্যাম্পিয়নশীপে স্যাম্বো ও কুরাশ ইভেন্ট অন্তর্ভুক্ত করার পাশাপাশি বাংলাদেশে খেলা দুটির উন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে সভায় আলোচনা করা হয়।

দিল্লি থেকে ফোনে বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: হুমায়ুন কবির জানান, ভারতের কুরাশ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী জগদিস টায়টিলার স্যার এর সাথে আমরা মিটিং এ বসি। সভায় বাংলাদেশে খেলা দুটির উন্নয়ন এবং আগামী ডিসেম্বর মাসের ২৩ থেকে ২৯ পযন্ত বাংলাদেশ ও ভারতে যৌথভাবে অনুষ্ঠিতব্য শেখ কামাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট   চ্যাম্পিয়নশীপ-২০১৭ তে স্যাম্বো ও কুরাশ ডিসিপ্লিন রাখার ব্যাপারে আলোচনা হয়। আলোচনা খুব ভালো হয়েছে। বাংলাদেশে খেলা দুটির উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা তারা করবেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।