ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

সিওনতেককে হারিয়ে ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী ম্যাডিসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
সিওনতেককে হারিয়ে ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী ম্যাডিসন

নামের পাশে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম আছে ইগা সিওনতেকের। শুধু তা-ই নয়, নারী একক র‍্যাংকিংয়ের দুইয়ে আছেন তিনি।

কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে অঘটনেরই শিকার হলেন এই পোলিশ তারকা। রুদ্ধশ্বাস লড়াইয়ে তাকে ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস।  

শিরোপার মঞ্চে ম্যাডিসনের প্রতিপক্ষ টানা দুবার ও বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। আরেক সেমিফাইনালে পাউলো বাদোসাকে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দেন এই বেলারুশ কন্যা। মার্টিনা হিঙ্গিসের পর (১৯৯৯) নারী এককে আর কেউই টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। সেই কীর্তি ছুঁতে আর মাত্র এক ধাপ দূরে সাবালেঙ্কা।

ফাইনালের ওঠার পর তিনি বলেন,  ‘আমার শরীর শিউরে উঠছে। এমন মুহূর্ত এনে দিতে পারায় দল ও নিজের ওপর গর্বিত আমি। যদি ইতিহাসের পাতায় নাম লিখতে পারি, তাহলে সেটা অসাধারণ অর্জন হবে। এমন কিছু আমি স্বপ্নেও ভাবিনি। ’

ফাইনালের লড়াইটা যে সাবালেঙ্কার জন্য সহজ হবে না, সেই আভাস দিয়েই রেখেছেন ম্যাডিসন। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে পা রেখেছেন তিনি। এনিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম খেলতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই তারকা। এর আগে ২০১৭ ইউএস ওপেনে হেরেছেন স্বদেশি স্লোয়ান স্টিফেনসের কাছে।

শনিবারের (২৫ জানুয়ারি) লড়াই নিয়ে ম্যাডিসন বলেন, ‘আমি চ্যালেঞ্জের সত্যিই মুখিয়ে আছি। তবে শনিবারের ম্যাচটি আমার কাছে এখনো খুব দূরের ভাবনা। নিশ্চিতভাবেই দারুণ এক ম্যাচ হবে এবং খুব বেশি দীর্ঘ হবে না। তবে সে তার তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের চেষ্টা করছে। তার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ’

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি  ২৩, ২০২৫
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।