ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
গোপালগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) বিকেলে শহরের মানিকদাহ হাউজিং প্রকল্প এলাকায় লতিফপুর যুব সংঘ এ খেলার আয়োজন করে।

খেলায় মিয়াবাড়ি একাদশ ৯-১ পয়েন্টে  শহরের ব্যাংকপাড়া একাদশকে পরাজিত করে।

এসময় খেলা দেখতে কয়েক হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়।

খেলা শেষে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ সময় আওয়ামী লীগ নেতা শেখ হাসমত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলামিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ী দলকে একটি ৩২ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন পুরষ্কার দেয়া হয়। খেলায় দেশের জাতীয় দলের অনেক খেলোয়ার অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।