ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ উদ্বোধন

বরিশাল: বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে এই খেলার উদ্বোধন করেন- বরিশাল (২) আসনের সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।