ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
গোপালগঞ্জে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা পর্যায়ে অনুষ্ঠিত আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টুঙ্গিপাড়া থানা কাবাডি দল গোপালগঞ্জ থানা কাবাডি দলকে ৪২-৩৫ পয়েন্টে পরাজিত করে।

পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেন। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার ৫টি থানা কাবাডি দল অংশ নেয়। টুঙ্গিপাড়া থানা কাবাডি দলের নিয়ামত আলী শেখ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।