ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

বাগেরহাটে নির্মাণ করা হচ্ছে কাবাডি শেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বাগেরহাটে নির্মাণ করা হচ্ছে কাবাডি শেড বাগেরহাট জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় কাবাডি শেড নির্মাণ কাজের উদ্বোধন করছেন।

বাগেরহাট: বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের আউটডোরে কাবাডি শেড নির্মাণ করা হচ্ছে। 

বুধবার (২২ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এ শেড নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় অনেকের মধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন ও ইঞ্জিনিয়ার টিএম রেজাউল করিম রিজভী উপস্থিত ছিলেন।

পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, এ কাবাডি শেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা। কাবাডি শেড নির্মাণ হলে বাগেরহাটের যুব সমাজ কাবাডি খেলায় আগ্রহী হবে। কাবাডি খেলার বিকাশে এ শেড ব্যাপক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।