ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে দেশসেরা তিন দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে দেশসেরা তিন দাবাড়ু ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওমিকন গ্রুপ ৪৩তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৩ জন দাবাড়ু সাড়ে তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এরা হলেন গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, গতবারের রানার-আপ গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। তিন পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দ্বিতীয় স্থানে এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ আড়াই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, গ্র্যান্ড মাস্টার রাকিব আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, ফিদে মাস্টার আমিন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, গ্র্যান্ড মাস্টার জিয়া ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদে মাস্টার নাসির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে এবং ফিরদ মাস্টার পরাগ মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীম আক্তার লিজাকে পরাজিত করেন।

গ্র্যান্ড মাস্টার এনামুল কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে তাইমানভ বিশ্লেষণ ধারার খেলায় ৩৮ চালের মাথায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে পরাজিত করেন। রাকিব সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় এক্সচেঞ্জ বিশ্লেষণ ধারায় খেলে ৩০ চালের মাথায় জয়ী হন। ফিদে মাস্টার আমিন সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ পন ওপেনিং পদ্ধতিতে খেলে ৫৬ চালের মাথায় ফিদে মাস্টার ফাহাদের বিরুদ্ধে জয়ী হন। গ্র্যান্ড মাস্টার জিয়া কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করেন, ক্লাসিক্যাল বিশ্লেষণ ধারার এ খেলায় তিনি ৪০ চালে ক্যান্ডিডেট মাস্টার চঞ্চলের বিরুদ্ধে জয়ী হন।

এছাড়া, ফিদে মাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার মাহফুজের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে নাজডর্ফ বিশ্লেষণ ধারার খেলায় ২১ চালের মাথায় জয়ী হন। ফিদে মাস্টার পরাগ সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ ইন্ডিয়ান পদ্ধতির খেলায় ৪৮ চালের মাথায় মহিলা আন্তর্জাতিক মাস্টার লিজাকে পরাজিত করেন। মো. শরীফ হোসেন এস এম স্মরনকে পরাজিত করেন। শরীফ সাদা ঘুঁটি নিয়ে স্মরনের মডার্ন ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৭৯ চালের মাথায় জয়ী হন।

শনিবার (২৫ নভেম্বর) পঞ্চম রাউন্ডে লড়বে আন্তর্জাতিক মহিলা মাস্টার লিজা বনাম ফিদে নাসির, ফিদে মাস্টার ফাহাদ বনাম ফিদে মাস্টার পরাগ, গ্র্যান্ড মাস্টার এনামুল বনাম ফিদে মাস্টার আমিন, মাস্টার জিয়া বনাম আন্তর্জাতিক মাস্টার মিনহাজ, স্মরন বনাম ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল, আন্তর্জাতিক মাস্টার শাকিল বনাম শরীফ এবং ফিদে মাস্টার মাহফুজ বনাম গ্র্যান্ড মাস্টার রাকিব।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।