ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাপানে রুপা জিতলেন বাংলাদেশের অর্নব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
জাপানে রুপা জিতলেন বাংলাদেশের অর্নব ...

জাপানে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতলেন বাংলাদেশের অর্নব শাহরিয়ার। দশম এ আসরে তরুণদের বিভাগে দ্বিতীয়স্তান দখল করে দেশকে সুখবর দিলেন তিনি।

‌এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের ঝ্যাং চাংহং। আর ব্রোঞ্জ যায় ভারতে।

জাপানের ওয়াকো সিটিতে ৬ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপ শুরু হয়। যেখানে আসরটির পর্দা নামছে ১২ ডিসেম্বর।

ফাইনাল রাউন্ডে ২৪৯ দশমিক ৫ স্কোর গড়ে দ্বিতীয় হন অর্নব। ফলে আগামী যুব অলিম্পিকে বাংলাদেশের হয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে কোয়ালিফিকেশনে ৬২০ দশমিক ৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন অর্নব।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।