ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নোয়াখালীতে সপ্তাহব্যাপী যুব গেমস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
নোয়াখালীতে সপ্তাহব্যাপী যুব গেমস নোয়াখালীতে সপ্তাহব্যাপী যুব গেমসর র্যালি

নোয়াখালী: “জয় হোক জয়, সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ”-এ স্লোগানে নোয়াখালীর নয় উপজেলার যুব খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ের যুব গেমস শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সপ্তাহব্যাপী (১৮-২৪ ডিসেম্বর) এ যুব গেমস উদ্বোধন করেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শাহি জামাল (ই-বেঙ্গল), সার্জেন্ট মো. আমিনুল ইসলাম (ই-বেঙ্গল), কর্পোরাল মো. আনিসুর রহমান (ই-বেঙ্গল) প্রমুখ।

এর আগে, সকাল সাড়ে ৯টায় শহীদ ভুলু স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাইজদী বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী যুব গেমসে সাতটি ডিসিপ্লিনে ১৪টি ইভেন্টে জেলার সদর, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও হাতিয়ার যুব খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।