ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফ্লুতে আক্রান্ত জার্মান খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুলাই ৯, ২০১০

পোর্ট এলিজাবেথ : তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ আরো বাড়ল! শুধু উরুগুয়েকে মোকাবেলা করলেই হচ্ছে না জার্মানিকে। একই সঙ্গে লড়তে হচ্ছে সংক্রামক ফ্লুর বিপক্ষেও।



সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে এমনিতেই হতাশায় ভেঙ্গে পড়েছেন খেলোয়াড়রা। তারওপর সংক্রামক সর্দি-ঠান্ডায় পেয়ে বসেছে তাদের। কোচ জোয়াকিম লোর জন্য দুঃসংবাদ আরো আছে। চোটের কারণে দলের তারকা স্ট্রাইকার মিরোস্লাভ কোসার মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

জার্মান কোচ নিজেও ফ্লুতে ভুগছেন। এছাড়া অধিনায়ক ফিলিপ লাম ও লুকাস পোডলস্কি সর্দি-ঠান্ডায় আক্রান্ত হয়েছেন। তবে উরুগুয়ের বিপক্ষে শনিবারের ম্যাচে তাদেরকে মাঠে পাওয়ার আশা করা হচ্ছে।

স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পিঠে চোট পাওয়ায় কোসা অনুশীলনে আসেননি।

দলের মুখপাত্র হ্যারল্ড স্টেনগার বলেন,‘‘লো বিছানায় আছেন। সেজন্য পোর্ট এলিজাবেথে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। ’’

যদিও ম্যাচ চলাকালীন ডাগ আউটে লো থাকবেন। কিন্তু বিকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামলাবেন সহকারি কোচ হ্যান্সি ফিক। শুক্রবার দলের অনুশীলনও করিয়েছেন তিনি।

স্টেনগার আরো বলেন,‘‘লাম ও পোডলস্কি অনুশীলনে যোগ না দিয়ে বাইরেই বসে ছিলেন। কিন্তু তাদের শারীরিক অবস্থা কোচের চেয়ে ভাল। ’’

চোট সমস্যা থাকলেও খেলতে আগ্রহী কোসা। কারণ তাঁর স্বপ্ন পূরণের শেষ সুযোগ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক ব্রাজিলের রোনালদোর কাতারে নাম লেখাতে হলে আরো একটি গোল করতে হবে পোলিশ বংশো™ভূত এ জার্মানকে। বিশ্বকাপে রোনালদোর গোল ১৫টি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘন্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।