ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

লিটন-ওয়ার্নার ঝড়ে সিলেটের সংগ্রহ ১৮৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
লিটন-ওয়ার্নার ঝড়ে সিলেটের সংগ্রহ ১৮৭ লিটন দাশ-ছবি: বাংলানিউজ

লিটন দাশ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট সিক্সার্স। দু’জনই দারুণ ব্যাট করে হাফসেঞ্চুরি তুলে নেন।

বাংলাদেশ প্রিমিযার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করে সিলেট। উদ্বোধনী দুই ব্যাটসম্যান লিটন ও সাব্বির রহমান ৮.৩ ওভারের মধ্যেই তুলে নেন ৭৩ রান। সাব্বির ২০ বলে সমান ২০ করে বেনি হাওয়েলের কাছে এলবির শিকার হন। তবে ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করা লিটন শেষ পর্যন্ত ৭০ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন। ৪৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

এরপরে দলের হাল ধরেন অধিনায়ক ওয়ার্নার ও নিকোলাস পুরান। পুরান ১৬ বলে ২৬ করে শফিউল ইসলামের বলে বোল্ড হন। কিন্তু দলকে পথ দেখিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং করেন ওয়ার্নার। ৩৬ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬১ করে অপরাজিত থাকেন তিনি।

রংপুরের বোলারদের মধ্যে শফিউল তিনটি উইকেট পান। একটি উইকেট দখল করেন হাওয়েল।  

লিগ টেবিলে দু’দলেরই নাজুক অবস্থা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর পাঁচ ম্যাচ খেলে তিন হারের বিপরীতে জিতেছে দুটিতে। তালিকায় তারা আছে পাঁচ নম্বরে। তবে চার ম্যাচের তিনটিতে হার ও একটি জয়ে একেবারে তলানিতে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সিলেট।

সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, জাকের আলী, নিকোলাস পুরান, সাব্বির রহমান, আলক কাপালি, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মেহেদি মারুফ, রিলে রুশো, বেনি হাওয়েল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, ফারহাদ রেজা, সোহাগ গাজী, শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।