ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

১৪ মাসের নিষেধাজ্ঞা থেকে ফিরেই চ্যাম্পিয়ন লোচতে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
১৪ মাসের নিষেধাজ্ঞা থেকে ফিরেই চ্যাম্পিয়ন লোচতে  রায়ান লোচতে: ছবি-সংগৃহীত

১৪ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে পুলে ফিরেই ২০০ মিটার সাঁতার এককে যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন রায়ান লোচতে। অলিম্পিক ইতিহাসে মাইকেল ফেলপসের পরে দ্বিতীয় সাঁতারু হিসেবে একক প্রতিযোগীতায় ছয়বার অলিম্পিক জিতেছেন তিনি।

ফাইনালে ৩৫ বছর বয়সী সাঁতারু লোচতে পদক জিততে সময় নিয়েছেন ৫৭.৭৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন ১৯ বছর বয়সী শাইন ক্যাসাস এবং ১৮ বছর বয়সী জ্যাক ফস্টার হয়েছেন তৃতীয়।

লোচতের এটি ২৭তম জাতীয় শিরোপা। এই জয়ের পর আগামী বছর টোকিও অলিম্পিকে পঞ্চমবারের মতো অংশগ্রহণ করতে ইচ্ছুক এই মার্কিন সাঁতারু বলেন, ‘১০ বছর আগের চেয়ে এই জয় অনেক সহজ ছিল। ’

অলিম্পিকে সাঁতারের বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি মেডেল জিতেছেন লোচতে। ২০১৬ সালে রিও অলিম্পিক চলাকালে বন্দুকের ভয় দেখিয়ে তাকে ছিনতাই করা হয়েছে বলে মিথ্যা দাবি করায় ১০ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। এরপর শিরায় নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে ১৪ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েন লোচতে। এই আমেরিকান সাঁতারু ২০১৮ সালে পুনর্বাসন কাটান।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।