ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

খেলা

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল আসর ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বালক দলের খেলায় টাইব্রেকারে জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট পাস্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ডোমার উপজেলার জোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।  

বালিকা দলের ম্যাচে সৈয়দপুর উপজেলার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ ব্যবধানে হারায় ডোমার উপজেলার হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সহকারী মনিটরিং অফিসার হাসান তারিক, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউর গনি ওসমানী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

নীলফামারীর ৬ উপজেলার  ১২টি দল জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।