ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভ ফুটবল ম্যাচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভ ফুটবল ম্যাচ! করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভ ফুটবল ম্যাচটি পুলিশের বাধায় ভেস্তে গেছে/ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের জন্য ক্রীড়া জগতে কত উদ্যোগই তো দেখা যায়। চ্যারিটি ম্যাচও এর মধ্যে একটি।

এইতো গত শনিবার ‘তিন দলের ক্রিকেট’ নামের অদ্ভুত এক চ্যারিটি ক্রিকেট ম্যাচ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাই বলে চ্যারিটির নামে করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভ ম্যাচ! 

হ্যাঁ, ঠিকই পড়েছেন, এমনই এক ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল স্পেনের নাভারা প্রদেশের কিছু মানুষ। প্রদেশের পাম্পলোনা শহরের মেন্দিয়োরি এলাকায় সোমবার (২০ জুলাই) করোনা পজিটিভ ও নেগেটিভ খেলোয়াড়দের নিয়ে অদ্ভুত এক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় পুলিশ এই উদ্যোগ ভেস্তে দিয়েছে।

মজার ব্যাপার হচ্ছে, এই ম্যাচ থেকে প্রাপ্ত আয় করোনা সংক্রান্ত দাতব্য সংস্থায় দান করার পরিকল্পনা ছিল আয়োজকদের। ম্যাচটি উপভোগ করতে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিতে হতো দর্শকদের। কিন্তু ম্যাচটি আয়োজনের উদ্যোক্তা ২৩ বছর বয়সী এক যুবককে এখন উল্টো নাগরিক আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ইউরো জরিমানা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

যে শহরে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল স্পেনের সেই শহরটি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি। এই অঞ্চলে এখনও ৪০ জন করোনা পজিটিভ ব্যক্তি রয়েছেন। সেখানকার পুলিশ শহরবাসীকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।