ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নতুন চ্যাম্পিয়ন পেলো তুরস্কের শীর্ষ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
নতুন চ্যাম্পিয়ন পেলো তুরস্কের শীর্ষ ফুটবল লিগ সুপার লিগ জয় উদযাপন করছে ইস্তাম্বুল বাসাকসেহির তারকারা।

তার্কিশ সুপার লিগের শুরু থেকে কেবল নিজেদের মধ্যে একের পর এক শিরোপা উদযাপন করেছে ফেনারবাচ, গ্যালাতাসারাই ও বেসিকতাস নামের এই তিন ক্লাব। মাঝখানে যা একটু প্রতিদ্বন্দ্বীতা করেছে ট্রাবজোন্সপর।

 

তবে এবার নতুন চ্যাম্পিয়ন পেয়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগ। এই চার কুলীনকে হঠিয়ে সুপার লিগের শিরোপা জিতেছে ইস্তাম্বুল বাসাকসেহির। নিজেদের ইতিহাসে এটিই তাদের প্রথম প্রধান শিরোপা।  

রোববার (১৯ জুলাই) রাতে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাসাকসেহির ১-০ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার ১৭তম স্থানে থাকা কায়সেরিসপোরকে। প্রথমার্ধে দলের একমাত্র গোলটি করেন মাহমুত তেকডেমির।  

বাসাকসেহির হয়ে খেলেছেন চেলসির সাবেক স্ট্রাইকার দেম্বা বা, লিভারপুলের সাবেক ডিফেন্ডার মার্টিন স্কার্টেল এবং ম্যানচেস্টার সিটির সাবেক ফুল-ব্যাক গায়েল ক্লিচি।
 
এর আগে দুই মৌসুমে (২০১৬/১৭ ও ২০১৮/১৯) রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাসাকসেহিরকে। গত মৌসুমেও শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিল ক্লাবটি। কিন্তু লিগে চার ম্যাচ বাকি থাকতে ভুল করে বসে তারা। ২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতে নেয় গ্যালাতাসারাই।

তবে এবার বাসাকসেহির শিরোপা নিশ্চিত করলো তিন ম্যাচ হাতে রেখে। ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তারা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ট্রাবজোন্সপর।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।