ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইতিহাস গড়ে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইতিহাস গড়ে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন কোর্তোয়া থিবু কোর্তোয়া

সদ্য সমাপ্ত লা লিগার ২০১৯/২০ মৌসুমের সেরা গোলরক্ষকের পুরস্কার জামোরা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়া। এই পুরস্কার জয়ে নতুন এক ইতিহাসও গড়েছেন তিনি।

 

স্প্যানিশ শীর্ষ ফুটবলের ইতিহাসে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাতলেটিকোর হয়ে একমাত্র গোলরক্ষক হিসেবে জামোরা ট্রফি জিতেছেন কোর্তোয়া। ২০১৮ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার আগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদে এই পুরস্কার জিতেছিলেন তিনি।  

২০১৭ সালের পর এবার টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে লা লিগার শিরোপা জিতেছে রিয়াল। এটি তাদের রেকর্ড ৩৪তম লা লিগা শিরোপা। লস ব্লাঙ্কোসদের এই অভিযানে গ্লাভস হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন কোর্তোয়া।  

স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা প্রতিবছর তাদের নির্বাচিত সেরা গোলরক্ষককে জামোরা পুরস্কার দিয়ে থাকে। স্পেনের কিংবদন্তি গোলরক্ষক রিকার্দো জামোরার নামে প্রবর্তিত এই পুরস্কারের জন্য নির্বাচিত গোলরক্ষকদের লিগে কমপক্ষে ২৮ ম্যাচ ও প্রতি ম্যাচে ৬০ মিনিট করে খেলতে হয়। সেই অনুপাতে যে গোলরক্ষক সবচেয়ে কম গোল হজম করবেন তাকে জামোরা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

এবার লা লিগায় ৩৪ ম্যাচে ২০ গোল হজম করেছেন কোর্তোয়া। প্রতি ম্যাচে যার গড় ০.৫৯। যা গোল হজমের ক্ষেত্রে এটি সবচেয়ে কম। এই পুরস্কার জয়ের ক্ষেত্রে রিয়াল গোলরক্ষক পেছনে ফেলেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক, অ্যাথলেটিকো বিলবাওয়ের উনাই সিমন এবং বার্সেলোনার আন্দ্রে টের-স্টেগানকে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।