ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মুশফিকদের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন তাসকিন-রানা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
মুশফিকদের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন তাসকিন-রানা

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় রোববার (১৮ জুলাই) থেকে হোম অব ক্রিকেট মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। বর্তমানে যারা অনুশীলনের জন্য আবেদন করেছেন শুধুমাত্র তারাই অনুশীলন করছেন।

ঢাকা থেকে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস অনুশীলনের জন্য আবেদন করেছেন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরো দুই ক্রিকেটার। এরা হলেন দুই পেসার তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।

সোমবার (২০ জুলাই) বিসিবির অনুশীলনের নতুন সূচিতে তাদের নাম যোগ করা হয়। মেহেদি হাসান রানা মঙ্গলবার (২১ জুলাই) আর তাসকিন আহমেদ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।

তবে ঢাকার বাইরে থেকে নতুন কেউ অনুশীলনের জন্য আবেদন করেনি। ঢাকার বাইরে সিলেটে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনায় মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামে নাঈম হাসান ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরএআর/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।